(খাল ওনদী)
নদী:-
১। খাসকররা ইউনিয়ন এর পূর্ব পাশ দিয়ে বয়ে গিয়াছে ভাটই নদী । যা চুয়াডাংগ মাথাভাংগ নদীর সাথে মিশেছ। নদীর পার দিয়ে গড়ো উঠিয়াছে গ্রাম । নাম হলো নিশ্চিন্দীপুর। এখানে ১৯৭১ সালে অনেক মুক্তি বাহিনীরা অবস্থান করিত নিশ্চিন্ত ভাবে । আর এখান থেকেই এ গ্রামের নাম করন করা হয়ছে। ।এভাবেই ভাইট নদীর অবস্থান ঘিরে উঠেছে বসতী ।
খাল:-
১। বাউর খাল খাসকররা ইউনিয়নের বিখ্যাত ।
খাসকররা ইউনিয়নে এই ভাটই ও বাউর থেকে প্রচুর পরিমান মাছ পাওয়া যাই। তাই খাসকররা ইউনিয়নে একটু জেলেদের সংখ্যা বেশি। তারা খাল ওনদী থেকে মাছ ধরে বিক্রি করে তাদের জীবন নির্বাহ করে থাকে।
সংযুক্তি